আইএসএলের বিড ডকুমেন্ট তুলল ইস্ট বেঙ্গল, মোহন বাগান তাকিয়ে ২২ মে ফেডারেশনের সঙ্গে মিটিংয়ের দিকে | বর্তমান - Sports Gallery

Sports Gallery

খেলাধুলার সব খবর, একসাথে হাতের মুঠোয়

আইএসএলের বিড ডকুমেন্ট তুলল ইস্ট বেঙ্গল, মোহন বাগান তাকিয়ে ২২ মে ফেডারেশনের সঙ্গে মিটিংয়ের দিকে | বর্তমান

Share This

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: স্পনসরের কাছ থেকে সবুজ সংকেত পাওয়ার পর বুধবার ইস্ট বেঙ্গল আই এস এলে খেলার জন্য বিড ডকুমেন্ট তুলল। মোহন বাগানও আগামী কয়েকদিনের মধ্যে একই পথে হাঁটবে। ইস্ট বেঙ্গল সচিব কল্যাণ মজুমদার বলেন, ‘মুম্বইয়ে আমাদের প্রতিনিধি গিয়ে আই এস এলের বিড ডকুমেন্ট সংগ্রহ করেছে। তবে তার মানে এই নয় যে আমরা আগামী মরশুমে আই এস এলেই খেলব।’ 

এদিকে, মোহন বাগান সচিব অঞ্জন মিত্র জানালেন, ‘আমরা পরিস্থিতির দিকে নজর রাখছি। গত কয়েকদিন আমি মোহন বাগানের কার্যনির্বাহী কমিটির বিভিন্ন সদস্যের সঙ্গে কথা বলে তাঁদের মনোভাব জেনে নিয়েছি। আপাতত আমরা তাকিয়ে রয়েছি, আগামী ২২ মে ফেডারেশন কর্তাদের সঙ্গে মিটিংয়ের দিকে। প্রয়োজনে ক্লাবের এক্সিকিউটিভ কমিটির মিটিং ডাকা হবে।’ 
উল্লেখ্য, ইউরোপের দুটি বিদেশি ক্লাবও ‘ইনভিটেশন টু বিড’ ডকুমেন্ট নিয়ে আগ্রহ প্রকাশ করেছে আইএমজিআর কর্তৃপক্ষের কাছে। আই এস এল চালায় নীতা আম্বানির মালিকানাধীন ফুটবল স্পোর্টস ডেভেলপমেন্ট লিমিটেড। গত ১২ মে এই বিড ডকুমেন্ট ছাড়া হয়। এটি জমা দেওয়ার শেষ তারিখ ২৫ মে। মোহন বাগান, ইস্ট বেঙ্গল, বেঙ্গালুরু এফ সি ছাড়াও টাটা আগামী আই এস এলে খেলার ব্যাপারে বিড ডকুমেন্ট তুলতে ইচ্ছুক। নতুন তিনটি দলকে নেওয়া হবে আই এস এলে। বেঙ্গালুরু এফ সি’ও বিড ডকুমেন্ট তুলে নিয়েছে। আগামী মরশুম থেকে দীর্ঘ পাঁচ মাস চলবে ইন্ডিয়ান সুপার লিগ। মোট চারজনের বেশি বিদেশি কোনও দলই খেলাতে পারবে না।
এদিকে, আগামী মরশুমে ইস্ট বেঙ্গলের ফুটবলার বাছাই করবেন মনোরঞ্জন। আইজলের সিরিয়ান মিডিও আল আমনা ও জয়েশ রানেকে অফার দিয়েছে ইস্ট বেঙ্গল।

No comments:

Post a Comment

Pages