কোটলায় আজ দিল্লিকে হারাতে মরিয়া নাইটরা | বর্তমান - Sports Gallery

Sports Gallery

খেলাধুলার সব খবর, একসাথে হাতের মুঠোয়

কোটলায় আজ দিল্লিকে হারাতে মরিয়া নাইটরা | বর্তমান

Share This

ঘরের মাঠে পর পর দু’টি ম্যাচ জিতে মনোবল তুঙ্গে কলকাতা নাইট রাইডার্সের ক্রিকেটারদের। সোমবার ফিরোজ শাহ কোটলায় দিল্লি ডেয়ারডেভিলসের মুখোমুখি হচ্ছে কেকেআর। প্রথম ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর কাছে হেরে গেলেও দিল্লি কিন্তু পর পর দু’টি ম্যাচে রাইজিং পুনে সুপারজায়ান্ট এবং কিংস ইলেভেন পাঞ্জাবকে বড় ব্যবধানে হারিয়েছে। তাই লড়াইটা বেশ তুল্যমূল্য হবে বলেই মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা। কেকেআর ৪ ম্যাচে পেয়েছে ৬ পয়েন্ট। ৩ ম্যাচ খেলে দিল্লির সংগ্রহ ৪ পয়েন্ট।

কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক গৌতম গম্ভীরের ঘরের মাঠ ফিরোজ শাহ কোটলা। এখান থেকেই তাঁর বাইশগজে বিচরণ শুরু। তাই ক্যাপ্টেনের নিজ শহরে দিল্লি ডেয়ারডেভিলসের বিরুদ্ধে জিততে মরিয়া কেকেআর। প্রথম পর্বের দু’টি অ্যাওয়ে ম্যাচে নাইটরা একটিতে জিতেছিল। একটিতে হেরেছিল। দিল্লিকে হারাতে পারলে পয়েন্ট তালিকায় প্রথম সারিতেই থাকবে দু’বারের আইপিএল চ্যাম্পিয়নরা।
ক্রিস লিন চোট পাওয়ার পরে অনেকেই ভেবেছিলেন নাইটদের দলের ভারসাম্য ধাক্কা খাবে। কিন্তু সুনীল নারিনকে ওপেনার হিসাবে প্রতিষ্ঠিত করার মরিয়া চেষ্টা করে চলেছেন কোচ জ্যাক ক্যালিস। ইডেনে কিংস ইলেভেনের বিরুদ্ধে নারিনের ঝোড়ো ইনিংস ম্যাচের ভাগ্য গড়ে দিয়েছিল। দ্বিতীয় ম্যাচে সানরাইজার্সের বিরুদ্ধে ব্যাট হাতে সফল না হলেও বল হাতে কামাল করেছিলেন নারিন। বোলিং অ্যাকশন বিতর্কের জেরে নারিন গত কয়েক বছরে সেভাবে সাফল্য পাননি। দশম আইপিএলে তাঁকে চেনা ফর্মে পাওয়া যাচ্ছে। কোটলার পিচে পেসাররা যেমন সুবিধা পায়, তেমনি আবার স্পিনাররাও খালি হাতে ফেরে না। মনে করা হচ্ছে, সুনীল নারিনের সঙ্গে চায়নাম্যান বোলার কুলদীপ যাদবের খেলার সম্ভাবনা বেশি। পীযূষ চাওলাও লড়াইয়ে আছেন। কলিন গ্র্যান্ডহোমকে বসিয়ে বাংলাদেশের তারকা অলরাউন্ডার সাকিব-আল-হাসানকে খেলাতে পারে কেকেআর। পেস আক্রমণে কিছু পরিবর্তন হতে পারে। উমেশ যাদবের সঙ্গী হতে পারেন কুইল্টার নাইলও। সেক্ষেত্রে ক্রিস ওকস কিংবা ট্রেন্ট বোল্টকে বসতে হবে। ঋষি ধাওয়ানের খেলার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
রবীন উথাপ্পা গত ম্যাচেই বড় রান পেয়েছেন। ফর্মে আছেন মণীশ পাণ্ডে। ইউসুফ পাঠান রানে ফেরার ইঙ্গিত দিয়েছেন সানরাইজার্স ম্যাচে। কেকেআরের মিডল অর্ডার আরও শক্তিশালী হবে যদি সূর্যকুমার যাদব সফল হন। ওপেনিং জুটিতে গৌতম গম্ভীরের সঙ্গী হিসাবে সুনীল নারিনকে দেখা যাবে কিনা সেটা নিশ্চিত করে বলা যাচ্ছে না। আসলে আইপিএল মশলা ম্যাচ। এখানে দল নিয়ে আগাম অনুমান করা কঠিন। তবে ক্রিকেটীয় দৃষ্টিভঙ্গি দিয়ে বিচার করলে কেকেআরের উইনিং কম্বিনেশনে খুব বেশি বদল ঘটার সম্ভাবনা কম।
মেন্টর রাহুল দ্রাবিড়ের পরামর্শে দিল্লি ডেয়ারডেভিলস বিগত বছরের ব্যর্থতা ঘুচিয়ে এবার ঘুরে দাঁড়ানোর মরিয়া চেষ্টা করছে। এখনও পর্যন্ত তারা সেই লক্ষ্যে কিছুটা হলেও সফল। প্রথম ম্যাচে পরাজয়ের পর ব্যর্থতার কানাগলি থেকে ফের সাফল্যের রাজপথে ফিরে এসেছে দিল্লি। পর পর দু’টি ম্যচ জিতে পয়েন্ট তালিকায় বেশ ভালো জায়গায় আছে তারা। সোমবার কলকাতা নাইট রাইডার্সকে হারাতে পারলে পয়েন্ট তালিকায় নিজেদের অবস্থান আরও মজবুত করে ফেলবে দিল্লি ডেয়ারডেভিলস।
দলে সেই অর্থে তারকা কম। কিন্তু পারফরম্যান্সটা কোনও কোনও ক্রিকেটার তারকার মতোই করছেন। দিল্লির ওপেনার সঞ্জু স্যামসন এবারের আইপিএলে প্রথম সেঞ্চুরি করেছেন। রানের মধ্যে আছেন স্যাম বিলিংসও। তবে করুণ নায়ার ক্রমাগত হতাশ করে চলেছেন। হয়তো এই ম্যাচে তাঁকে বাদ দেওয়া হতে পারে। শ্রেয়াস আয়ার, ঋষভ পন্থের মতো তরুণ ব্যাটসম্যানরা দিল্লির ডেয়ারডেভিলসের মিডল অর্ডারকে ভরসা জোগাচ্ছেন। লোয়ার মিডল অর্ডারে আছেন কোরি অ্যান্ডারসন, ক্রিস মরিসের মতো বিদেশি অলরাউন্ডার। দু’জনেরই ঝোড়ো ইনিংস খেলার সুনাম রয়েছে। তাই মনে করা হচ্ছে, নাইট বোলারদের সামনে কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে কোটলার বাইশগজে।
দিল্লি ডেয়ারডেভিলসের নেতা বর্ষীয়ান পেসার জাহির খান। অভিজ্ঞতাকে পুঁজি করে তিনি দশম আইপিএলে ভালোই পারফর্ম করছেন। ঝাড়খণ্ডের স্পিনার শাহবাজ নাদিম নিয়মিত উইকেট নিচ্ছেন। ক্রিস মরিস, প্যাট কামিন্সরা কোটলার পিচে দারুণ উপযোগী হয়ে উঠতে পারেন। তবে বর্ষীয়ান স্পিনার অমিত মিশ্রর দিকে নজর রাখতে হবে। তিনি একাই স্পিনের জাদুতে ম্যাচের ভাগ্য বদলে দিতে পারেন। বাংলার তথা ভারতীয় দলের পেসার মহম্মদ সামিকে এই ম্যাচে খেলিয়ে চমক দিতে পারে দিল্লি ডেয়ারডেভিলস। 
ম্যাচ শুরু বিকাল চারটেয়। সোনি সিক্সে খেলা দেখা যাবে।

No comments:

Post a Comment

Pages