রঞ্জন চৌধুরির সামনে কঠিন পরীক্ষা | বর্তমান - Sports Gallery

Sports Gallery

খেলাধুলার সব খবর, একসাথে হাতের মুঠোয়

রঞ্জন চৌধুরির সামনে কঠিন পরীক্ষা | বর্তমান

Share This

আই লিগের শেষ দুটি ম্যাচ কোনও রকমে পার করতে পারলে হল। ইস্ট বেঙ্গলের আসল লক্ষ্য ফেডারেশন কাপ। গোড়ালিতে চোট পেয়ে মাঠের বাইরে চলে যাওয়া ইস্ট বেঙ্গলের চিফ কোচ মৃদুল ব্যানার্জির জায়গায় অফিসিয়ালি কোচিং করানোর দায়িত্ব বর্তেছে রঞ্জন চৌধুরির উপর।
বুধবার সকালের প্র্যাকটিসে সহকারী কোচ রঞ্জন চৌধুরি যোগ দেওয়ার পর অ্যাডভাইজারি কমিটির সদস্য মনোরঞ্জন ভট্টাচার্য দলের রক্ষণের দিকে আলাদা নজর দিলেন। আই লিগের শেষ চার ম্যাচে ইস্ট বেঙ্গল সাত গোল খেয়েছে। ফলে গত চারটি ম্যাচের ভিডিও রেকর্ডিং দেখিয়ে ডিফেন্ডারদের আলাদা ক্লাস নেন মনা-রঞ্জন।
তবে এটা পরিষ্কার, কোনও লাইসেন্স না থাকলেও একদা জাতীয় লিগ জয়ী লাল-হলুদ ব্রিগেডের কোচ মনোরঞ্জন ভট্টাচার্যের উপর দলের দুঃসময় কাটিয়ে আলোয় ফেরানোর দায়িত্ব ন্যস্ত হয়েছে। প্রথমদিন অনুশীলনে এসেই রঞ্জন চৌধুরি বললেন, ‘আমি মনাদার কোচিংয়ে খেলেছি। ওঁকে বলেছি, আপনি কোচিংয়ে থাকুন। প্রয়োজন মনে করলে আমি বলব। মনাদা-ভাস্করদা-তুষারদা-অভিজিৎ সবাই মিলে আমরা দলকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করব।’ এদিকে, শুধু আই লিগের শেষ ম্যাচেই নয়,ফেড কাপেও দলের সঙ্গে যাতে মনোরঞ্জন ভট্টাচার্যকে পাঠানো যায় সেই ব্যাপারে সিদ্ধান্ত নিল ইস্ট বেঙ্গল কর্মসমিতি। কটকে লাল হলুদ সাইড বেঞ্চে তাঁকে দেখা যাওয়ার সম্ভাবনাই বেশি। পাশাপাশি বৃহস্পতিবারের সভায় ঠিক হয়েছে মনোরঞ্জন ভট্টাচার্য- ভাস্কর গাঙ্গুলি- তুষার রক্ষিত যে সব সুযোগ সুবিধা চাইবে, সেটাই পাবে। এদিনের সভায় প্রাথমিক ভোটার তালিকা প্রকাশের সিদ্ধান্ত নেওয়া হয়। এক মাসের মধ্যে সংশোধিত ভোটার তালিকা প্রকাশিত হবে। তারপর গঠিত হবে ইলেকশন বোর্ড। ইস্ট বেঙ্গলে মোট ভোটার এবার প্রায় ৮,৪০০।

No comments:

Post a Comment

Pages