মর্গ্যানের ডানা আরও ছাঁটার ভাবনা ক্লাবে । আনন্দবাজার পত্রিকা - Sports Gallery

Sports Gallery

খেলাধুলার সব খবর, একসাথে হাতের মুঠোয়

মর্গ্যানের ডানা আরও ছাঁটার ভাবনা ক্লাবে । আনন্দবাজার পত্রিকা

Share This

আই লিগে টানা চার ম্যাচে হারের পরে স্বাধীন ভাবে কোচিং করানোর সম্ভাবনা ক্রমশ কমছে ট্রেভর জেমস মর্গ্যানের। লাল-হলুদ অন্দরমহলের খবর, শেষ দু’টো ম্যাচে ব্রিটিশ কোচের সঙ্গে দেখা যেতে পারে অন্য কাউকে।

ডার্বিতে মোহনবাগানের কাছে হারের পরেই মর্গ্যানকে সরানোর দাবিতে সোচ্চার সমর্থকরা। রবিবার বারাসত স্টেডিয়ামেও ছবিটা বদলায়নি। ম্যাচের শুরু থেকেই সমর্থকদের বিক্ষোভে উত্তপ্ত হয়ে উঠেছিল আবহ। ম্যাচের ৩৫ মিনিটেই গ্যালারিতে উঠে পরিস্থিতি সমাল দিতে হয় পুলিশবাহিনীকে। অশান্তি রুখতে খেলা শেষ হওয়ার প্রায় সঙ্গে সঙ্গেই খালি করে দেওয়া হয় স্টে়ডিয়াম।
কিন্তু যাঁকে নিয়ে ক্ষোভ সেই মর্গ্যান অবশ্য ডিএসকি শিবাজিয়ান্স এফসি-র বিরুদ্ধে হারের পরেও নির্লিপ্ত। সাংবাদিক বৈঠকে বললেন, ‘‘গত এক সপ্তাহ ধরে যা চলছে, তাতে ফুটবলারদের মনঃসংযোগে ব্যাঘাত ঘটেছে।’’ তবে মর্গ্যানের দাবি, হারলেও রবিবার দুর্দান্ত খেলেছে ইস্টবেঙ্গল। বললেন, ‘‘দারুণ খেলেছে ছেলেরা। প্রচুর গোলের সুযোগ তৈরি করেছি। দুর্ভাগ্য বলেই গোল করতে পারিনি।’’ সেই সঙ্গে জানিয়ে দিলেন, দায়িত্ব ছাড়ার ভাবনাও এই মুহূর্তে তাঁর মাথায় নেই। বললেন, ‘‘পরের দু’টো ম্যাচ জেতা ছাড়া অন্য কোনও কিছু ভাবতে চাই না এখন।’’
৩১ মে ইস্টবেঙ্গলের সঙ্গে চুক্তি শেষ হচ্ছে মর্গ্যানের। এই মুহূর্তে ব্রিটিশ কোচকে সরাতে গেলে আর্থিক ক্ষতিপূরণ দিতে হবে। মর্গ্যান যাতে নিজে থেকে সরে যান তার চেষ্টা গত সপ্তাহেই করেছিলেন ক্লাবের শীর্ষ কর্তারা। কিন্তু তাঁরা রাজি করাতে পারেননি কোচকে। এই পরিস্থিতিতে মর্গ্যানের দেখানো পথই অনুসরণের ইঙ্গিত লাল-হলুদ অন্দরমহলে। কী রকম? আই লিগ শুরু হওয়ার আগে মর্গ্যান ক্লাব কর্তাদের খোলাখুলি জানিয়েছিলেন, দো দং হিউন-কে ক্লাব রেখে দিতেই পারে। কিন্তু কোনও অবস্থাতেই তিনি খেলাবেন না। এ বার মর্গ্যানের ক্ষেত্রেও একই ভাবনা ইস্টবেঙ্গলের। চুক্তি শেষ না পর্যন্ত তিনি দলের সঙ্গে থাকবেন। কিন্তু কোচিং করাবেন আর্মান্দো কোলাসো বা সুভাষ ভৌমিকের মতো কেউ! 

No comments:

Post a Comment

Pages