দল ব্যর্থ হওয়ায় পদত্যাগ মারাদোনার | আনন্দবাজার পত্রিকা - Sports Gallery

Sports Gallery

খেলাধুলার সব খবর, একসাথে হাতের মুঠোয়

দল ব্যর্থ হওয়ায় পদত্যাগ মারাদোনার | আনন্দবাজার পত্রিকা

Share This

সংযুক্ত আরব আমিরশাহি প্রো লিগে প্রথম ডিভিশন) খেলার স্বপ্ন নিয়ে বছরখানেক আগে কিংবদন্তি দিয়েগো মারাদোনাকে কোচ করেছিলেন আল ফুজারিয়া এস সি-র কর্তারা। কিন্তু শুক্রবার রাতে ঘরের মাঠে খোর ফাক্কানের বিরুদ্ধে ১-১ ড্র করে প্রো লিগে যোগ্যতা অর্জন করতে ব্যর্থ হয় আল ফুজারিয়া। সংবাদমাধ্যমের দাবি, হারের পরেই মারাদোনা ও তাঁর সব সহকারীকে বরখাস্ত করেন আল ফুজারিয়া কর্তৃপক্ষ। ক্লাবের তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে, ‘আল ফুজারিয়া ক্লাবের পরিচালন সমিতি সিদ্ধান্ত নিয়েছে মারাদোনা এবং কোচিংয়ের সঙ্গে যুক্ত সবাইকে সরিয়ে দেওয়ার।’ মারাদোনার আইনজীবী মাতিয়াস মোরলাও অবশ্য দাবি করেছেন, সমঝোতার মাধ্যমেই দায়িত্ব ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন মারাদোনা। তিনি বলেছেন, ‘‘দু’পক্ষের আলোচনার ভিত্তিতেই মারাদোনা কোচের পদ থেকে ইস্তফা দিয়েছেন। আল ফুজারিয়াকে ভবিষ্যতের জন্য শুভকামনা জানিয়েছেন মারাদোনা।’’ সঙ্গে যোগ করেছেন, ‘‘এই ড্রয়ের ফলে আল ফুজারিয়া লক্ষ্যে পৌঁছতে ব্যর্থ হয়েছে। তাই মারাদোনা এই দলের আর কোচ নন।’’

২০১০ বিশ্বকাপে ব্যর্থতার পরে আর্জেন্তিনার জাতীয় দলের কোচের পদ থেকে পদত্যাগ করেছিলেন মারাদোনা। পরের বছর তিনি যোগ দেন সংযুক্ত আরব আমিরশাহির প্রো লিগের ক্লাব আল ওয়াসল-এ। ২০১৭ সালের মে মাসে দায়িত্ব নেন আল ফুজারিয়ার। ৫৭ বছর বয়সি মারাদোনার কোচিংয়ে এই মরসুমে কোনও ম্যাচ হারেনি আল ফুজারিয়া। তবে ২২টি ম্যাচে ড্র করেছে।

No comments:

Post a Comment

Pages