এই ইষ্টবেঙ্গল দিবস কি মজিদময়? - দীপ্তাশিস দাশগুপ্ত - Sports Gallery

Sports Gallery

খেলাধুলার সব খবর, একসাথে হাতের মুঠোয়

এই ইষ্টবেঙ্গল দিবস কি মজিদময়? - দীপ্তাশিস দাশগুপ্ত

Share This


সবকিছু ঠিকঠাক চললে, ইস্টবেঙ্গল দিবসে একটি বিশাল চমক থাকছে সকলের জন্য। কি সেই চমক? সেদিন অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেন এমন একজন, যার নাম শুনলে আপামর ইস্টবেঙ্গল জনতা এখনো আনন্দে উদ্বেলিত হয়ে ওঠেন। তাঁদের শরীরে মনে এক অদ্ভুত শিহরণ খেলে যায়। কে সেই ব্যক্তি? তিনি এখনও পর্যন্ত এই ক্লাবে খেলে যাওয়া সর্বশ্রেষ্ঠ বিদেশী খেলোয়াড়। শুধু এই ক্লাবের কেন, একটা সময় পর্যন্ত তাঁকে ভারতের মাটিতে খেলে যাওয়া সর্বশ্রেষ্ঠ বিদেশী ফুটবলার হিসেবে ধরা হতো। 



হ্যাঁ, এখানে মজিদ বাসকারের কথাই বলা হচ্ছে। খেলা ছেড়ে দেবার পর তাঁকে চোখে দেখা তো দূরে থাক, বহুদিন তাঁর কোনও খোঁজখবর পর্যন্ত নেই। এইমুহূর্তে তিনি কোথায় আছেন, কি করছেন, কেউ জানেননা। কিন্তু বিশেষ সূত্রের খবর অনুযায়ী এটা জানা গেছে, যে ক্লাব জামশিদ নাসিরির মাধ্যমে তাঁর সাথে যোগাযোগ করে একটি বারের জন্য হলেও তাঁকে সকলের সামনে উপস্থিত করার চেষ্টা চালাচ্ছে ইস্টবেঙ্গল দিবসের দিনে। উল্লেখ্য, মজিদ প্রথমবার ভারতে এসেছিলেন জামশিদের সাথেই, এবং জামশিদ তাঁর সবচাইতে প্রিয় বন্ধু, একথা বলাই যায়। সবকিছু ঠিকঠাক চললে তাই সকলের প্রিয় ‘বাদশা’ অর্থাৎ মজিদ বাসকার কে পুনরায় দেখা যেতেই পারে সর্বসমক্ষে। যদিও এই বিষয়ে কোনও কিছুই চূড়ান্ত নয় এখনও।

#ইষ্টবেঙ্গল #কলকাতা ফুটবল লিগ, #ফুটবল, #মজিদ বাসকার, 

No comments:

Post a Comment

Pages