বিশ্ব টেবিল টেনিসে একসঙ্গে দল নামাচ্ছে দুই কোরিয়া, মিলনের শুরু । আজকাল - Sports Gallery

Sports Gallery

খেলাধুলার সব খবর, একসাথে হাতের মুঠোয়

বিশ্ব টেবিল টেনিসে একসঙ্গে দল নামাচ্ছে দুই কোরিয়া, মিলনের শুরু । আজকাল

Share This


আজকাল ওয়েবডেস্ক:‌ রাজনৈতিক দ্বন্দ্ব ভুলে ক্রীড়াক্ষেত্রে এক হয়ে যাচ্ছে উত্তর ও দক্ষিণ কোরিয়া। সুইডেনের হ্যামস্টেডে চলছে দলগত বিশ্ব টেবিল টেনিস প্রতিযোগিতা। ২৯ এপ্রিল থেকে শুরু হয়েছে টুর্নামেন্ট। যেখানে উত্তর ও দক্ষিণ কোরিয়া দুটো আলাদা দল খেলাচ্ছে। 

গত মঙ্গলবার পরিস্থিতি বদলায়। আন্তর্জাতিক টেবিল টেনিস সংস্থার বার্ষিক সাধারণ সভার পর কোরিয়া টেবিল টেনিস সংস্থা সিদ্ধান্ত নিয়েছে পারফরম্যান্স ভাল করার জন্য একসঙ্গে দল নামাবে তারা। টুর্নামেন্টে এই মুহূর্তে পুরুষদের দলগত বিভাগে কোরিয়া রিপাবলিক কোয়ার্টার ফাইনালে উঠে গেছে। কিন্তু উত্তর কোরিয়া নকআউট পর্বে উঠতে ব্যর্থ। তাই কোয়ার্টার ফাইনালে দুই দেশের সেরাদের নিয়ে দল নামানোর পরিকল্পনা করেছে কোরিয়া রিপাবলিক। মহিলা বিভাগে আবার কোয়ার্টার ফাইনালে কোরিয়া রিপাবলিকের বিরুদ্ধে খেলবে উত্তর কোরিয়া। আসন্ন এশিয়ান গেমসেও দুই দেশ একসঙ্গে দল নামানোর চিন্তাভাবনা করছে। 

No comments:

Post a Comment

Pages