আদালতে যাওয়ার প্রস্তুতি বিরোধীদের | বর্তমান - Sports Gallery

Sports Gallery

খেলাধুলার সব খবর, একসাথে হাতের মুঠোয়

আদালতে যাওয়ার প্রস্তুতি বিরোধীদের | বর্তমান

Share This


নিজস্ব প্রতিনিধি,কলকাতা: মোহন বাগানের ন’জন নির্বাচিত সদস্যকে নিয়ে সচিব যখন তাঁবুর ভিতরে মিটিং করছেন তখন লনে বেশ ভিড়। মাঠ সচিবের প্রচুর অনুগামীতে মোহন বাগান লন তখন গম গম করছে। সহ সচিব- অর্থ সচিবেরও বেশ কিছু অনুগামী তখন লনে। সব মিলিয়ে থিকথিকে ভিড় মোহন বাগান ক্লাব লনে। এত ভিড় সাম্প্রতিককালে দেখা যায়নি ১৩০ বছরের ওই ক্লাবে। 

শুক্রবার ওই পরিবেশের মধ্যেই সহ সচিব-অর্থ সচিবরা আদালতে যাওয়ার প্রস্তুতি শুরু করে দিলেন। সভায় তাঁদের পক্ষে উপস্থিত ক্রিকেট সচিব চিঠি দিয়ে জানান,‘সহ সভাপতি মনোনয়ন করতে হয় নির্বাচনের পর কমিটির প্রথম সভায়। বর্তমান কমিটির মেয়াদ শেষ হচ্ছে ১২ দিন পর। কেন এখন সহ সভাপতি নেওয়া হচ্ছে? এটা আমাদের ক্লাবের আইন বিরুদ্ধ।’ ]

সহ সচিব-অর্থ সচিবের গলাতেও একই সুর। তাঁরা বলেন,‘ভিতরে যাঁরা সভা করছেন তাঁরা সংখ্যালঘু। ওদের কোনও অধিকার নেই এই ভাবে সহ সভাপতি নেওয়া।’ বোঝাই যাচ্ছে, এরপর ১৭ মে’র পর আদালতে যাওয়ার জন্য ঘুঁটি সাজাচ্ছেন সহ সচিব- অর্থ সচিবরা। এদিকে সত্যজিৎ চ্যাটার্জির ইস্তফা গৃহীত হওয়ার পর ফুটবল সচিবের পদ ফাঁকা। মাঠ সচিব ওই পদের দাবিদার। আবার কো-অপ্ট হওয়া এক সদস্য মোটা অর্থ দিয়ে ফুটবল সচিব হতে চান। সমালোচনার মুখে ক্রিকেটারদের কিছু বকেয়া অর্থ দিল ক্লাব।

No comments:

Post a Comment

Pages