নাদালকে সরিয়ে শীর্ষে ফেডেরার । বর্তমান - Sports Gallery

Sports Gallery

খেলাধুলার সব খবর, একসাথে হাতের মুঠোয়

নাদালকে সরিয়ে শীর্ষে ফেডেরার । বর্তমান

Share This


১৮ নম্বরে ডকোভিচ!




প্যারিস, ১৪ মে: মাদ্রিদ মাস্টার্সের কোয়ার্টার ফাইনাল থেকে ছিটকে যাওয়ার পর বিশ্ব র‌্যাঙ্কিংয়ে রাফায়েল নাদালকে টপকে একনম্বরে উঠে এলেন রজার ফেডেরার। সেই মার্চের পর আবার একনম্বর আসন ফিরে পেলেন সুইস তারকা। একদা একনম্বর প্লেয়ার নোভাক ডকোভিচ ছ’ধাপ নীচে নেমে ১৮ নম্বরে পিছিয়ে গেলেন। ডব্লুটিএ র‌্যাঙ্কিংয়ে শীর্ষে রোমানিয়ার সিমোনা হালেপ। একদা বিশ্বের সেরা দুই খেলোয়াড় সেরেনা উইলিয়ামস ও মারিয়া শারাপোভা র‌্যাঙ্কিংয়ে প্রথম ২০ জনের মধ্যেও নেই। 

ডমিনিক থিয়েমকে ৬-৪, ৬-৪ সেটে হারিয়ে মাদ্রিদ ওপেনে চ্যাম্পিয়ন হয়েছেন আলেকজান্ডার জেরেভ। যার ফলে জার্মানির এই খেলোয়াড় র‌্যাঙ্কিংয়ে তিনে উঠে এসেছেন। 

র‌্যাঙ্কিংয়ে ছেলেদের প্রথম দশ জন: রজার ফেডেরার, রাফায়েল নাদাল, আলেকজান্ডার জেরেভ, গ্রিগর দিমিত্রভ, মারিন সিলিচ, জুয়ান মার্টিন দেল পোত্রো, কেভিন অ্যান্ডারসন, ডমিনিক থিয়েম, জন ইজনার, ডেভিড গফিন। 


মেয়েদের প্রথম দশ: সিমোনা হালেপ, ক্যারোলিন ওজনিয়াকি, গারবাইন মুগুরুজা, ইলিনা ভিটোলিনা, ক্যারোলিনা পিলকোভা, জেলেনা অস্টাপেঙ্কো, ক্যারোলিন গার্সিয়া, পেত্রা ভিটোভা, ভেনাস উইলিয়ামস, স্লোয়ান স্টিফেন্স।

No comments:

Post a Comment

Pages