ধ্যানচাঁদ পুরস্কারের দৌড়ে ভরত ছেত্রী | বর্তমান - Sports Gallery

Sports Gallery

খেলাধুলার সব খবর, একসাথে হাতের মুঠোয়

ধ্যানচাঁদ পুরস্কারের দৌড়ে ভরত ছেত্রী | বর্তমান

Share This

নয়াদিল্লি, ৩ মে: দার্জিলিংয়ের ছেলে ভরত ছেত্রীর নাম ধ্যানচাঁদ পুরস্কারের জন্য কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রকের কাছে পাঠাল হকি ইন্ডিয়া। ভরত ছেত্রী দাজিলিংয়ের ছেলে হলেও বেড়ে ওঠা দিল্লিতে। ২০১০ সালে কমনওয়েলথ গেমসে রুপো জয়ী ভারতীয় দলের গোলরক্ষক ছিলেন তিনি। পরে ২০১২ সালে লন্ডন ওলিম্পিকসে দেশের অধিনায়কত্ব করেন।

২০১০ সালে এশিয়ান গেমসে ব্রোঞ্জজয়ী দলের সদস্যও ছিলেন তিনি। তাঁর যা রেকর্ড তাতে তিনি ধ্যানচাঁদের নামে এই জীবনকৃতি সম্মান পেতেই পারেন। হকি ইন্ডিয়া অবশ্য এই সম্মানের জন্য জাতীয় দলের আরেক প্রাক্তন খেলোয়াড় সাঙ্গি চানুর নামও সুপারিশ করেছেন। অর্জুন পুরস্কারের জন্য হকি ইন্ডিয়া সুপারিশ করেছে মনপ্রীত সিং এবং ধরমবীর সিংয়ের নাম। দুই জনেই বর্তমান জাতীয় দলের মিডফিল্ডার।

No comments:

Post a Comment

Pages