গেইলদের কাছে আজ হারলেই হয়তো বিদায় নাইটদের - Sports Gallery

Sports Gallery

খেলাধুলার সব খবর, একসাথে হাতের মুঠোয়

গেইলদের কাছে আজ হারলেই হয়তো বিদায় নাইটদের

Share This

ইন্দোর, ১১ মে: কার্যত মরণ-বাঁচন ম্যাচে আজ ইন্দোরে কিংস ইলেভেন পাঞ্জাবের মুখোমুখি হচ্ছে কলকাতা নাইট রাইডার্স। গত ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ইডেনে ১০২ রানে হেরে প্লে-অফে ওঠার লড়াইয়ে অনেকটাই পিছিয়ে পড়েছে কেকেআর। যে তিনটি ম্যাচ রয়েছে, তার প্রত্যেকটি জিততে তো হবেই, সেই সঙ্গে নেট রান রেট ভালো করার দিকেও জোর দিতে হবে কেকেআরকে।



প্রতিপক্ষ কিংস ইলেভেন পাঞ্জাব। রবিচন্দ্রন অশ্বিনের নেতৃত্বে পাঞ্জাব এবার দারুণ খেলছে। ১০ ম্যাচে তাদের সংগ্রহ ১২ পয়েন্ট। এই ম্যাচটা জিতলে কিংস ইলেভেন কার্যত প্লে-অফের আরও কাছে চলে যাবে। কলকাতা নাইট রাইডার্স ১১ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে রয়েছে। 



গত ম্যাচে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ১৫৮ রানের টার্গেট তাড়া করতে নেমে ১৫ রানে হেরে গিয়েছিল কিংস ইলেভেন পাঞ্জাব। যাতে বেজায় চটেছেন দলের মালকিন প্রীতি জিন্টা। শোনা যাচ্ছে, কিংস ইলেভেনের ডিরেক্টর অব ক্রিকেট বীরেন্দ্র সেওয়াগের সঙ্গে মনোমালিন্য হয়েছে প্রীতির। যা দলের পারফরম্যান্সে আরও খারাপ প্রভাব ফেলতে পারে। জানা গিয়েছে, রাজস্থান ম্যাচে রবিচন্দ্রন অশ্বিনকে কেন তিন নম্বরে ব্যাট করতে পাঠানো হয়েছিল, তা নিয়ে ড্রেসিংরুমে গিয়ে বীরুর কাছে কৈফিয়ত চান প্রীতি। ঠান্ডা মাথায় পরিস্থিতি সামাল দেন বীরু। তবে প্রীতির যুক্তি ছিল, করুণ নায়ার, মনোজ তিওয়ারির মতো স্পেশালিস্ট ব্যাটসম্যান থাকা সত্ত্বেও ব্যাটিং অর্ডার নিয়ে অহেতুক পরীক্ষা-নিরীক্ষা করার কি কোনও প্রয়োজন ছিল? বীরু নাকি কোনও উত্তর দেননি। যাতে এই ঘটনা না তাঁর দলের ওপর প্রভাব ফেলে।



কিংস ইলেভেনের ব্যাটিংয়ে বড় ভরসা লোকেশ রাহুল ও ক্রিস গেইল। একাদশ আইপিএলে দু’জনেই দারুণ ছন্দে আছেন। রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে লোকেশ রাহুল ৯৫ রানের ঝোড়ো ইনিংস খেলেও দলকে জেতাতে পারেননি। গেইলের ব্যাটেও রানের খরা দেখা দিয়েছে। যদিও প্রথম কয়েকটি ম্যাচে গেইল ব্যাটে ঝড় তুলেছিলেন। সেই আশঙ্কা থেকেই কেকেআর টিম ম্যানেজমেন্টকে কিংস ইলেভেনের দুই ওপেনারকে দ্রুত ফেরাতে হবে।



শুরুতেই যদি কয়েকটা উইকেট তুলে নিতে পারে নাইট রাইডার্স তাহলে খুব বেশি স্কোর কিংস ইলেভেন পাঞ্জাব খাড়া করতে পারবে না। কেকেআরের স্পিনাররা গত ম্যাচে ভালো বল করতে পারেননি। তবে কিংস ইলেভেনের বিরুদ্ধে স্পিনাররাই নাইট রাইডার্সকে জয়ের পথে ফিরিয়ে আনতে পারেন। সেক্ষেত্রে মিস্ট্রি স্পিনার সুনীল নারিনকে বাড়তি দায়িত্ব নিতে হবে। পীযূষ চাওলার ওপর অতিরিক্ত নির্ভরতা কাটাতে হবে। কুলদীপ যাদব গত ম্যাচে প্রচুর রান দিয়েছিলেন। আন্তর্জাতিক ক্রিকেটে তিন ফরম্যাটে খেলার অভিজ্ঞতা রয়েছে ভারতের এই চায়নাম্যান বোলারটির। পেস বোলিংয়ে ভরসা টম কারান। মিচেল জনসনের জায়গায় তাঁকে খেলানোর সিদ্ধান্ত সঠিক। শিবম মাভি ফিট হলে প্রসিদ্ধ কৃষ্ণাকে বসতে হবে। তৃতীয় পেসারের কাজটা করতে হবে আন্দ্রে রাসেলকে। 



কেকেআরের ব্যাটিং গত ম্যাচে ফ্লপ করেছিল। ব্যাটিং অর্ডার নিয়ে কোচ জ্যাক ক্যালিস খুব বেশি পরীক্ষা-নিরীক্ষা করতে গিয়েই সমস্যা তৈরি করছেন। ওপেনিং জুটিতে সুনীল নারিনের সঙ্গে ক্রিস লিনকেই রাখা ভালো। তিনে রবীন উথাপ্পা। ফিট হলে শুভমান গিলকে চার নম্বরে ও নীতীশ রানাকে পাঁচে নামানো উচিত। দীনেশ কার্তিক ছয়ে খেললে ভালো। তবে পরিস্থিতি অনুযায়ী তিনি পাঁচেও নামতে পারেন। আন্দ্রে রাসেল বড় রান না পাওয়ায় কেকেআরের লোয়ার মিডল অর্ডারকে সেভাবে জমাট লাগছে না।



কিংস ইলেভেনের স্পিন বিভাগই বেশ শক্তিশালী। অধিনায়ক অশ্বিন পোড় খাওয়া স্পিনার। ফর্মে আছেন তাঁর দুই সঙ্গী স্পিনার মুজিব-উর-রহমান এবং অক্ষর প্যাটেলকে। পেসার অ্যান্ড্রু টাইও ভালো বল করছেন। গত ম্যাচে হারের পর যুবরাজ সিংকে ফেরানো হতে পারে প্রথম একাদশে। বাংলার মনোজ তিওয়ারিকে কেকেআরের বিরুদ্ধে তুরুপের তাস হিসাবে ব্যবহার করতে পারে কিংস ইলেভেন।

সৌজন্যে - বর্তমান

No comments:

Post a Comment

Pages