আপ্লুত দীনেশ কার্তিকের কণ্ঠে টিম গেমের জয়ধ্বনি | বর্তমান - Sports Gallery

Sports Gallery

খেলাধুলার সব খবর, একসাথে হাতের মুঠোয়

আপ্লুত দীনেশ কার্তিকের কণ্ঠে টিম গেমের জয়ধ্বনি | বর্তমান

Share This


বেঙ্গালুরু, ৩০ এপ্রিল: দিল্লি ডেয়ারডেভিলসের কাছে হারের ধাক্কা সামলে আবার জয়ের রাস্তায় ফিরে এসেছে কলকাতা নাইট রাইডার্স। রবিবার রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে ৬ উইকেটে জিতে মাঠ ছাড়ে নাইট ব্রিগেড। অ্যাওয়ে ম্যাচেও দলের লড়াকু পারফরম্যান্সে দারুণ খুশি কেকেআর অধিনায়ক দীনেশ কার্তিক। তিনি বলেছেন, ‘জয় পেলে সবসময় ভালো লাগে। আগের ম্যাচের হতাশা কাটিয়ে এদিন নিজেদের সেরাটা উজাড় করে দিয়েছে খেলোয়াড়রা। আর সে জন্যই এমন একটা কঠিন ম্যাচেও জিতে মাঠ ছাড়া সম্ভব হয়েছে।’ সেই সঙ্গে তিনি জানান, ‘পয়েন্ট টেবলের কোথায় অবস্থান করছি, সেটা খুব একটা গুরুত্বপূর্ণ বিষয় নয়। কারণ এখনও লিগের অর্ধেক পথ সামনে পড়ে রয়েছে। তারই মধ্যে অনেক কিছু ঘটতে পারে। তবে টুর্নামেন্টের মাঝপথে পয়েন্ট তালিকার মাঝামাঝি জায়গায় থাকাটা খুব খারাপ নয়।’

রবিবার চিন্নাস্বামী স্টেডিয়ামে টসে জিতে আগে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে ব্যাট করতে পাঠান দীনেশ কার্তিক। নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটে ১৭৫ রান করে আরসিবি। অধিনায়ক বিরাট কোহলি ৪৪ বলে ৬৮ রান করে অপরাজিত থাকেন। জবাবে ১৯.১ ওভারেই সেই রান টপকে যায় কেকেআর। ক্রিস লিন ৬২ রানে অপরাজিত থাকেন। ম্যাচ শেষে দীনেশ কার্তিক বলেন, ‘ওরা যথেষ্ট ভালো ব্যাটিং করেছে। এবি ডি’ভিলিয়ার্সের অনুপস্থিতি ঢেকে দেয় বিরাট কোহলি। নিজের চেনা মেজাজেই সে ব্যাট করেছে। তবে আমারও রান তাড়া করতে নেমে যোগ্য জবাব দিয়েছি। লিন খুবই ভালো ব্যাটিং করেছে। উথাপ্পা এবং আমি পরিস্থিতি অনুযায়ী খেলেছি। এই জয়টা এক কথায় টিম গেমের ফসল। দলের খেলোয়াড়দের ওপর পূর্ণ আস্থা রয়েছে।’

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী ভারতীয় দলের বেশ কয়েকজন ক্রিকেটার এবার কেকেআর দলে রয়েছেন। তাঁদের প্রশংসা করার পাশাপাশি অনূর্ধ্ব-১৯ দলের কোচ রাহুল দ্রাবিড়কেও কৃতিত্ব দিয়েছেন দীনেশ কার্তিক। তিনি বলেছেন, ‘আমাদের দলে বেশ কয়েকজন প্রতিভাবান তরুণ ক্রিকেটার রয়েছে। তারা প্রত্যেকেই দুর্দান্ত। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জেতার পর সাধারণত একটু অহঙ্কারবোধ চলে আসে। কিন্তু এই ছেলেদের মধ্যে সেটা নেই। আর এর জন্য রাহুল দ্রাবিড়কে কৃতিত্ব দিতেই হবে। ওরা সবসময় দ্রাবিড়ের দেওয়া পরামর্শ মেনে চলে।’

No comments:

Post a Comment

Pages