চুক্তি নিয়ে পরস্পর বিরোধী মন্তব্য দুই শীর্ষকর্তার । বিদায় ঘণ্টা বেজে গেল খালিদ জামিলের - Sports Gallery

Sports Gallery

খেলাধুলার সব খবর, একসাথে হাতের মুঠোয়

চুক্তি নিয়ে পরস্পর বিরোধী মন্তব্য দুই শীর্ষকর্তার । বিদায় ঘণ্টা বেজে গেল খালিদ জামিলের

Share This

সুভাষিত চাপে বিদায় ঘণ্টা বেজে গেল খালিদ জামিলের। যদিও চুক্তি ছিল দুই বছরের, কিন্তু সুভাষ ভৌমিকের চাপে সেই চুক্তিকে মান্যতাই দিলেন না ইষ্টবেঙ্গল শীর্ষকর্তা নীতু সরকার আর  সেখানেই পরস্পর বিরোধী সুর শোনা গেল  সচিব কল্যান মজুমদারের কণ্ঠে, কল্যান বাবুর পরিস্কার বক্তব্য খালিদের সাথে আমাদের দুই বছরের চুক্তি ছিল। কিন্তু পারফর্মেন্স যখন শেষ কথা, তখন সেই হিসেবে খালিদ ব্যর্থ।

আগামী মরসুমের দায়িত্ব বুঝে নিলেন আশিয়ান জয়ী সফল ইষ্টবেঙ্গলের ভোম্বলদা, সহকারী রঞ্জন চৌধুরী। সাংবাদিক সম্মেলনে সুভাষবাবু বলেন ওনার কাছে ইতিমধ্যে ২৩টি বায়োডাটা আছে। সেগুলির থেকেই তিনি কোচ বাছবেন।  দলে  খালিদপন্থী  ফুটবলারদের সামলাবেন কি করে? আসিয়ানজয়ী কোচ বলেন, তাতে কোনো অসুবিধা হবে না। সবাই টাকার জন্য খেলে। ‘সব পালটে দেব’।


No comments:

Post a Comment

Pages