আগামী আইএসএল-এ খেলবে দুই প্রধান-সহ নয়া চারটি দল! | সংবাদ প্রতিদিন - Sports Gallery

Sports Gallery

খেলাধুলার সব খবর, একসাথে হাতের মুঠোয়

আগামী আইএসএল-এ খেলবে দুই প্রধান-সহ নয়া চারটি দল! | সংবাদ প্রতিদিন

Share This


সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সিদ্ধান্ত আগেই হয়ে গিয়েছিল৷ এবার তা বাস্তবায়িত করতে নেমে পড়ল ইস্টবেঙ্গল৷ আইএসএল-এ নতুন ফ্র্যাঞ্চাইজি হিসাবে খেলতে চেয়ে দরপত্র তুলতে বুধবার মুম্বই যাচ্ছেন লাল-হলুদের প্রতিনিধি৷


সপ্তাহ দুয়েক আগেও শর্ত না মানলে আইএসএল-এ না খেলার বিষয়ে এককাট্টা ছিল দুই প্রধান৷ তবে আপাতত কিছুটা নরম হয়েছেন ইস্ট-মোহন কর্তারা৷ তাঁরা চাইছেন আইএসএল-এ খেলার জন্য আইএমজিআর-এর শর্তাবলি দেখে নিতে৷ তাদের পাশাপাশি আগামী আইএসএল-এ আরও দুটি দলের অন্তর্ভূক্তির কথাও হয়েছে৷ বেঙ্গালুরু এবং টাটা৷ বিড পেপার তোলার সিদ্ধান্তও নিয়ে ফেলেছে ইস্টবেঙ্গল৷ তবে লাল-হলুদ কর্তারা স্পষ্ট জানাচ্ছেন, দরপত্র তোলা মানেই আইএসএল-এ খেলা নয়৷ সেই দরপত্রের একটি প্রতিলিপি তাঁরা পাঠাবেন মোহনবাগানের কর্তাদের কাছে৷ এইমুহূর্তে ক্লাবের অস্তিত্ব রক্ষা করতে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করছে দুই ক্লাব৷

মুম্বই থেকে ইস্টবেঙ্গলের প্রতিনিধি দরপত্র নিয়ে ফেরার পরই আলোচনায় বসবেন দুই ক্লাবের কর্তারা৷ এই বিষয়ে লাল-হলুদের অন্যতম শীর্ষকর্তা দেবব্রত সরকার বলেন, “আমরা যা সিদ্ধান্ত নেব, একজোট হয়েই নেব৷ শীঘ্রই নিজেদের মধ্যে আলোচনা করব৷ তারপর ঠিক করব কোন পথে হাঁটব৷” মোহনবাগান সচিব অঞ্জন মিত্র আবার বলেন, “আমরা সবদিকেই নজর রাখছি৷ কয়েকদিনের মধ্যেই কার্যকরী সমিতির বৈঠক ডাকব৷ তারপর যা সিদ্ধান্ত নেওয়ার নেব৷”

২২ মে আরও একবার দুই প্রধানের কর্তাদের সঙ্গে বসবেন সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের সভাপতি প্রফুল্ল প্যাটেল ও সচিব কুশল দাস৷ আইএসএল-এর দরপত্র জমা দেওয়ার শেষ দিন ২৪ মে৷ আইএসএল খেলতে হলে বৈঠকের দু’দিনের মধ্যে কীভাবে তা সম্ভব? তাই সভাপতির কাছে তা কয়েকদিন বাড়ানোর অনুরোধ করা হয়েছিল৷ কিন্তু তিনি জানিয়েছেন আপাতত তা সম্ভব নয়৷ তবে আশ্বাস দিয়েছেন বৈঠকে কোনও না কোনও রফাসূত্র বের করবেন৷ কী রফা বের হয় সেদিকেই তাকিয়ে ময়দান৷

No comments:

Post a Comment

Pages