‌পথ চলা শুরু ইস্টবেঙ্গল ক্রিকেট স্কুলের | আজকাল - Sports Gallery

Sports Gallery

খেলাধুলার সব খবর, একসাথে হাতের মুঠোয়

‌পথ চলা শুরু ইস্টবেঙ্গল ক্রিকেট স্কুলের | আজকাল

Share This

শুধু ফুটবলই নয়, ক্রিকেটও যে তাঁদের কাছে সমান সমাদৃত, বুঝিয়ে দিলেন ইস্টবেঙ্গল কর্তারা। বছরখানেক আগেই হাতেখড়ি হয়েছে ফুটবল আকাদেমির। এবার ক্রিকেটের দিকে নজর। আনুষ্ঠানিকভাবে পথ চলা শুরু হল ইস্টবেঙ্গল ক্রিকেট স্কুলের। শুক্রবার ক্লাবের মাঠে এই ক্রিকেট স্কুলের উদ্বোধন করেন প্রাক্তন ক্রিকেটার গোপাল বসু।
হাজির ছিলেন সম্বরণ ব্যানার্জি, অরূপ ভট্টাচার্য, শিবসাগর সিং, শিবশঙ্কর পাল, জয়দীপ মুখার্জির মতো প্রাক্তন ক্রিকেটাররা। এ ছাড়াও ছিলেন ক্লাব সভাপতি প্রণব দাশগুপ্ত, সচিব কল্যাণ মজুমদার, সিএবি–র বর্তমান ও প্রাক্তন যুগ্ম সচিব সুবীর গাঙ্গুলি ও বিশ্বরূপ দে। ক্লাবের সিনিয়র দলের ক্রিকেটাররা ছাড়াও হাজির ছিল ক্রিকেট স্কুলের খুদে শিক্ষার্থীরা। ৪০ জন খুদে ক্রিকেটারকে নিয়ে পথ চলা শুরু হল ইস্টবেঙ্গল ক্রিকেট স্কুলের। কোচের দায়িত্বে রয়েছেন বাংলার প্রাক্তন রনজি ক্রিকেটার স্বপন সেন। তাঁকে সাহায্য করবেন সিনিয়র দলের কোচ সব্যসাচী শীল ও অরিন্দম সরকার। বৃহস্পতি, শনি, রবি— এই তিন দিন প্রশিক্ষণ দেওয়া হবে। শিক্ষার্থীদের ভর্তি–ফি ৪ হাজার টাকা। এ ছাড়া প্রতি মাসে ৫০০ টাকা করে দিতে হবে। ইস্টবেঙ্গল ক্লাবের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন গোপাল বসু। তবে কোচিং ক্যাম্প তৈরি করলেই যে প্রতিভা উঠে আসবে, এমনটা মনে করছেন না তিনি। গোপাল বসু বলেন, ‘এই প্রশিক্ষণ শিবিরগুলো প্রতিভাদের উঠে আসার সুযোগ করে দেবে। প্রতিভা উঠে আসবেই, এমন কোনও কথা নেই। এখন আর সেভাবে কেউ ক্রিকেট খেলতে আসছে না। অভিভাবকদের বুঝতে হবে, শুধু পড়াশোনা করলেই হবে না, তার পাশাপাশি খেলাধুলোও করতে হবে।’ সম্বরণ ব্যানার্জি বলেন, ‘ইস্টবেঙ্গল ক্লাব যে উদ্যোগ নিয়েছে, খুবই ভাল। আশা করছি এখান থেকে অনেক প্রতিভা উঠে আসবে।’ ক্রিকেট স্কুল থেকে উঠে আসা প্রতিভাদের সিনিয়র দলে সুযোগ দেওয়ার কথাও বলেন সম্বরণ ব্যানার্জি।‌

সেই পরিচিত জায়গায়। ইস্টবেঙ্গলের ক্রিকেট স্কুলের উদ্বোধনে উইকেটের পেছনে সম্বরণ ব্যানার্জি, ব্যাট হাতে গোপাল বসু। ছবি:‌ রাজকুমার মণ্ডল‌

No comments:

Post a Comment

Pages